ঘুমাইতে গেছিলাম। একটা সিগারেট খাইতে উইঠা দেখি সেই কাসুন্দি চলছে ব্লগে তাই এই পোস্ট ।
কোন যুক্তি তর্ক আর ধর্মীয় পোস্ট নয় এইটি।
একটি সাধারণ সামাজিক চিত্র তুলে ধরতে চাই।
আপনার আশে পাশে দেখুন ।
যে কোন ১০ বা ১০০ জন সফল এবং বিত্তবান মানুষ কে চিন্হিত করুন ।
এখন এই দশ বা একশ জনের মাঝে দেখুন কয়জন আস্তিক কয়জন নাস্তিক ?
অবাক হয়ে যাবেন সারা পৃথিবীর প্রতি এক কোটি সফল বিত্ববানের মাঝে এক জন নাস্তিক পাবেন না । থাকলে ৬৫০ কোটি মাঝে কয়জন সফল নাস্তিক থাকার কথা?
আবার আপনার জানাশোনা ১০ জন বা ১০০ জন নাস্তিক নাস্তিকের মাঝে দৃস্টি দেন অবাক কান্ড ১ লক্ষ নাস্তিকের মাঝে একজন সফল বা বিত্তবান নাই।
বড়ই চিন্তার বিষয় । নাস্তিক রা নাকি প্রচুর পড়াশোনা করে !!! বিদ্যানের একি চরম উপহাস ?? কখনো খবর পড়তে হয় অমুক বিদ্যান নাস্তিক কপর্দকশুন্য হাতে মারা যান উনার লাশের সৎকারের জন্য সরকারী সাহায্য দরকার !!!
এখানে একটা মজার বিষয় লক্ষনীয় তাবত দুনিয়ার সমালোচনাকারী নাস্তিক গন নিজেদের পশ্চাদমূখী দুর্ভাগ্যের সমালোচনা সহ্য করতে পারে না।
সারা পৃথিবীর যে কোন সফল ব্যাক্তি জীবনের যে কোন মুহুর্তে একবারের জন্যও কোথাও যদি "সৃস্টি কর্তায় সংশয়" প্রকাশ করে থাকেন তা হলে যে ব্যাক্তি কে জোর পুর্বক নাস্তিক দাবী করে "পরজীবি"র মত অন্যের সফলতায় আত্নতুস্টি লাভ করে।
দেখা গেল যে সফল ব্যাক্তি কে নাস্তিক ঘোষনা করে বিপুল আনন্দ ভোগ করছে "সে ব্যাক্তির নাস্তিক্য বাদে বিশ্বাস করে কোন প্রমাণ নাই" বরং তখন শুনতে হবে উনি অমুক জায়গায় তমুক বলেছেন তাই উনি নাস্তিক এটা প্রমাণীত হয়ে গিয়েছে !!! একটা বিখ্যাত ব্যাক্তি যাকে তোমরা নাস্তিক বলছো সে ব্যাক্তি নিজেকে নাস্তিক দাবী করে এক শব্দ কোথাও বললেন না কেন? উনি সংশয় প্রকাশ করেই নাস্তিক হয়ে গেলে তোমরাও সংশয় প্রকাশ পর্যন্তই থেমে থাকনা কেন ?
আবার যদি দেখা যায় উল্লেখ্য ব্যাক্তি নিজেকে নাস্তিক দাবীই করেছেন তাতে "বেল পাকলে কাক এর কি ?
সেই ব্যাক্তি বিলিয়নার আর যে নাস্তিক তা ফলাও করছে তার পকেটে আছে দশ টাকা!!!
"ছাগলের তিন নম্বর বাচ্চা অন্য দুই বাচ্চার দুধ খাওয়া দেখে যেমন লাফায়" এই ছাগলের "তিন নম্বর বাচ্চা" এর চেয়ে উত্তম উদাহরন মানব জাতীর মাঝে অতিতে দেখা গিয়েছে বলে জানা যায় না।
আর সত্যি যদি নাস্তিক রা জীবনে সফল আর স্বাবলম্বী হবার উদাহরণ থেকে থাকে তা হলে ১০০ বছর আগের কোন ব্যাক্তি বা সুদুর "আন্দামানের" নাস্তিক এর বা উদাহরণ কেন ?
এই ব্লগের ১০০ জন নাস্তিক এর মাঝে বা বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে অথবা ভারতের ১৬০ কোটি মানুসের মাঝে কেউ কি আছে? উদাহরণ হবার দরকার নাই খালি একটু সফল আর উচ্চবিত্ত জীবনযাপন করছে এমন ৫০ জন থাকলেও তো কিছু আছে বলা যায় ।
ঘুমাইতে গেলাম। কমেন্টের জবাব আগামীকাল।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




