
এ বিশ্বলয়ে হিংসা দ্বন্দ্ব নাশে
এসো জাতি ধর্ম কুল নির্বিশেষে,
মানুষে মানুষে শান্তি সাম্যের আশে,
চল থাকি একসাথে মিলে মিশে।
স্রষ্টার প্রেমরসে থাকি যত পার্বণ উৎসবে
মনের পশুত্ব ত্যাগের মহিমাময় ব্রতে,
সঁপে যা কিছু কিবা চতুষ্পদ পশু বিধাতাকে,
যার যার পথ মতে
লভিতে হবে সেই এক বিধাতারে।
জীবনের এ সাধনা রণে,
পরস্পরে আনন্দে মনস্তাপে,
থাকি যেন জনমে মরণে সকল ধর্ম জাতে।
সেই আয়োজনে বিবেক আহ্বানে
মনে প্রাণে জানিয়ে প্রনাম, কহে লহ সালাম,
ওহে ভ্রাতা মোর বৌদ্ধ খৃষ্টান হিন্দু মুসলমান।
তোমাদের অম্লান বদনে যত
প্রকটিত পুলক শত-শত,
দেখে মোর বেড়ে যায় মনের হিম্মত তত।
ঈদ পূজো বড়দিনের আগমনে
যাচি স্রষ্টাকে যত পথ তত মতে
নিজেদের জাগরণে সকল ধর্ম জাতে।
মসজিদ মন্দির গির্জা যেন থাকে
আনন্দ প্রেমের মহা মিলনের নিদর্শনে,
সম্প্রীতির এক অপূর্ব আলিঙ্গনে।
এসো মহামিলনের সেই আদর্শ আসনে বসি,
ঔদ্ধত্য ত্যজি সকলি সংযম আচরি
ওহে সকল ধর্ম জাতের হে বিশ্ববাসি।
চল কোলাহল কিবা বিজনে একসাথে গাহি
শুধু সেই এক সত্যেরি গান,
জানাই প্রনাম, লহ সালাম,
এ মহীতে ওহে মোর অবিচ্ছেদ্য প্রাণ
বৌদ্ধ খৃষ্টান হিন্দু মুসলমান।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




