এই গানটা আমার খুব পছন্দের একটা গান ..যেটা শুনলে মনের সব আনন্দ আর দুঃখগুলো মিলেমিশে একাকার হয়ে যায়............
তাই গানটার কথাগুলো লিখছি..........গান তো গাইতে পারিনা...গান গাইলে পাড়ার কুকুর গুলো পর্যন্ত ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে পলায়ন করে.............
তুমি আমার ঘুম
তাই তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ
তাই তোমায় নিয়ে ঘর বাঁধিনা
তুমি আমার খোলা আকাশ
কখনও সূর্য্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত
আমি যে সময় জানিনা....
আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে রোদ হব শুধু
ছায়া হব না।
ভালবাসা জলের মত
দু'হাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মত
দু'চোখে গোনা যায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




