১. ইশরাককে মেয়র ঘোষণা করা হলে, খালেদা জিয়াকেও আগের নির্বাচন গুলোর ফল বাতিল করে প্রধানমন্ত্রী ঘোষণা করতে হবে। কারণ, ২০০৮ সালে বিএনপি হারলেও পরের ৩ বার হারার মত দল নয়। আওয়ামী লীগ যে কারচুপি আর ইঞ্জিনিয়ারিং করে ৩ টা নির্বাচন করেছিল সেটা সবাই জানে...
২. আর এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি-ই জিতবে। এনসিপি বা জামায়াতের পক্ষে ১৫১ সিট পাওয়া সম্ভব নয়। তাই, ড. ইউনুসেরও আর নির্বাচন দেয়ার দরকার নেই। কারণ, ইশরাক যদি 'জনতার মেয়র' হয়, তাহলে খালেদা জিয়া হবেন’জনতার প্রধানমন্ত্রী’। তখন নির্বাচন আয়োজন করতে গিয়ে হাগার হাগার কোটি টাকা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এমনিতে বিদেশী বিনিয়োগ নেই...
৩. শেখ সাহেব ৯ মাস ছিলেন বন্দী। দেশ কত মৃত্যু, ত্যাগ, তিতীক্ষার পর স্বাধীন হয়েছিল তা তেনার জেলখানা থেকে বোঝার উপায় ছিল না। তিনি এসে রেডিমেইড দেশ পেয়েছিলেন। বিএনপি ১৬ বছরে ৩ নির্বাচনে শেখ হাসিনার বিজয় মেনে নিয়েছে। এবারও ছাত্ররা প্রাণ না দিলে ২০২৯ পর্যন্ত আওয়ামী লীগকে মেনে নিত। তারা কী বুঝবে স্বাধীনতার মূল্য? তারা রেডিমেইড দেশ পেয়ে এখন সব কিছু ভুলে গিয়েছেন। এক নেতা তো বলে দিয়েছেন, ১৭ বছর খাইনি, এখন খাব...
৪. দেশের যদি এখন ক্রাইসিস হয় তার জন্য একমাত্র দায়ী থাকবে বিএনপি। বড় দল হিসেবে তাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। নো ইফ, নো বাট...
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪