ভর দুপুরে গলিত রোদ
আর চকচকে কৃষ্ণ ডানার পরী
ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর....
আমি বলি- এই মেয়ে কোথা থেকে এলে?
পরী বলে- আকাশ থেকে, রৌদ্র মেখে।
কথার সঙ্গে ছলকে ওঠে আলো
মনে মনে বলি- তুমি বলো, তোমার
গহীন কথা বলো।
পরী বলে- এই ছেলে কী ভাবো?
আমি বলি- তোমায়।
মৃদু হাসি- কী কোমল
ছড়িয়ে পরে আবীর, ছলকে ওঠে আলো
মনে মনে বলি- ভালো, হাসলে তোমায়
বেশ লাগে ভালো।
রৌদ্র মেখে আহারে নামলে তুমি,
পরী আমার কালো,
তাই তো দেখো সূর্য দিনে
মন মোর চমকালো!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





