বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নিরবে ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন
নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে
লক্ষ জনেরে সবল সংগ্রামী
আর অগ্রগামী করে তোলনা কেন
জ্ঞান বিহীন নিরক্ষরের
খাদ্য বিহীন নাগরিকের
নেতৃবিহীনতায় মৌন কেন
ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক
সমষ্টি যদি হয় ব্যক্তিত্ব রহিত
তবে শিথিল সমাজকে ভাঙ না কেন
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে
লক্ষ জনেরে সবল সংগ্রামী
আর অগ্রগামী করে তোলনা কেন
অমর কালজয়ী গানটিই মনে পড়ে সময়ের মোড়ে দাড়িয়ে! ভূপেন হাজারিকার গঙ্গা তবু বইতে পেরেছে! পদ্মা বুঝি সে যাতনায় আগেই মরে গ্যাছে! জনতা নিব্বাক। শুধু মৃত মাছের চোখে দেখে যায় চলমানতা! অক্ষমতায়, ক্রোধে, দু:খে যাতনায় মনে মনে গায় অমর সংগীত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


