কি অতুলনীয় নিয়ামত
তোমরা কি করে অস্বীকার করবে?
তোমার জন্ম, লালন, বিকাশের মূলাধারকে?
অথচ জ্ঞানান্ধতা তোমাদের বিভ্রান্ত করে বারবার - - -
তোমরা বিচ্যুত হয়ে যাও - বস্তু আর বাস্তু অহমে
ভোগ আর পূজির ভীরে মনুষ্যত্ববোধ হারাতে হারাতে
লস এন্ড প্রফিটের টালিখাতায় বিপর্যস্ত জীবনে
নারী থেকেও কেড়ে নাও তার মৌলিক অবস্থান।
অথচ এমনতো হবার কথা নয়
মা, বোন, প্রেয়সী, স্ত্রী কি অমূল্য নেয়ামত!
স্তরে স্তরে সকলেরই পাবার কথা- অন্তরিক
কৃতজ্ঞতা আর শ্রদ্ধা, ভালবাসা আর সম্মান!
কঠোর হৃদয়কে কোমল করো জ্ঞানে
স্নেহ আদর সূখ- কোন একটিকে অনুভব করো প্রজ্ঞায়
মাথা নুয়ে আসে –রবের অনুকম্পায় সৃষ্টির অপূর্ব বিচক্ষণতায়
উচ্চারে মন- ফাবি আইয়ি আ-লায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান।
ছবি কৃতজ্ঞতা: Click This Link