গভীর অন্ধকার রাতের এক নির্জন প্রান্তর । সেখানে এক নদীর পারে অন্ধকারে ফেলে রেখে গেছে এক তরুণী গৃহবধুর লাশ । আর তাঁর পাশে তার ছোট্ট সন্তান । সারারাত মৃতা মায়ের দেহে হামাগুড়ি দেয় , দুধ খেতে চায় , কাঁদে ... আর অজান্তেই অপেক্ষা করে নিশ্চিত মৃত্যুর ।
তবু এই শিশুটি অন্ধকার রাতের হিম মৃত্যুর হাতছানিকে অস্বীকার করে বেঁচে গেছে । কিন্তু শিশুটি অসুস্থ , নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে প্রচন্ড শীতের রাতের উলঙ্গতায় ।
এই খবর আমাদেরকে জানান ভাস্কর চৌধুরী , সেই নারীর নৃশংস হত্যাকান্ডের বিচারের জন্য ঐক্যবদ্ধ হতে আর শিশুটিকে বাঁচিয়ে রাখতে আবেদন জানান মানবী , আর ব্লগার লালদরজা আমাদেরকে দোহাই দিয়ে বলেন - আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে
আমি লিংকগুলো পড়ে ঝিম মেরে পড়ে আছি । এতো অসহায় লাগছে যে কী লিখছি নিজেও বুঝতে পারছি না ।
---------------------------------------------------
সময় কথাবার্তা বলার নয় , সময় হচ্ছে একশনের ।
ঘটনার এখানে তিনটি ভাগ :
১. শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা
২. হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা ।
৩. শিশুটির অনাগত ভবিষ্যতকে সুরক্ষিত করতে যথাসাধ্য চেষ্টা করা ।
আমার একান্ত ইচ্ছা আপনাদের সাথে যুক্ত হ্ওয়া কিভাবে হবো?.......
আমি তো কোন কমেন্ট ও দিতে পারি না!!!!!!!
দয়া করে আমাকে সেবা করার সুযোগ দিন........
০১৭১৬৩৫৩২৭৩
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




