প্রতিচ্ছবি আর প্রতিধ্বনি তাড়িত দুর্যোগ সামলে নিতে পারে না সে ,
সার্কাসের ভঁাড় রসিকতা আর কতক্ষণই বা করতে পারে?
কোনকোন সূর্যোদয় আলোড়ন তুললেও জয়ী সেই শীতলতাই...
যাবতীয় উষ্ণতার গভীরে নীল মৃত্যু দেখে ভড়কাবে না ?
নিজের প্রতিবিম্বের সাথে অনাগত সব কোন্দলেই সে ছাড় দেয় ,
বিচ্ছিন্ন বিকেন্দ্রিক বাস্তবতা ছদ্মবেশী,অনেক অকোমল;;
স্মৃতি বমন করতে গেলেও গলায় ঠিক আটকে যায়,
ভালোবাসাই শুধু নিদ্রাহীন রাত্রি থেকে নিস্তার দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






