এইসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভাবনার অবসরও দেয় না
দুর্দান্ত বেগে কেবল বিষণ্ণ করে তোলে চারপাশ
আর আমরা যখন চিৎকার তুলি তখন অনেক দেরি
মৃত্যুর ওপার থেকে তাদের শোনা হয়ে ওঠে না
জল্পনার ডালে পাতার অভাব হয় না
প্রতিক্রিয়া জন্ম দেয় আরও নতুন সব প্রতিক্রিয়ার
যাবতীয় বাকবিতণ্ডাকে কলা দেখিয়ে শেষে
হাসি শুধু অস্পৃশ্য ক্রূঢ়তাই হাসে
জান্তাদের গায়ে শুয়োরের গন্ধ
কিন্তু জান্তা নয় কে সেটা বের করাই মুশকিল
স্বপ্নের তো মৃত্যু হয় না
বেদনাবিচলিত হৃদয় সব অঘটনই ভুলতে চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






