মস্তিষ্কের সাথে কথোপকথন,তুমি আসলে বর্তমানে নেই,
ছড়িয়ে পড়েছ নিঃসীম ভবিষ্যতে ,আর কখনও বা অতীতের গল্পে।
তাই বর্তমানে তোমার দেহ পড়ে থাকে নিঃসাড়।
তোমার যাবতীয় আবেগের অর্থ অনেক বেশি দুর্বহ ।
তোমার যতসব সঞ্চালন সাধারণ চোখে প্রায় অদৃশ্য ।
গাঢ় চোখের প্রগাঢ় সম্মোহনকে সবাই এড়িয়ে বাঁচতে চায়।
নিঃশব্দ একাকিত্বের মাঝেও তবু তুমি একা নও ।
স্পন্দন কিংবা স্মিত টিকটিক শব্দেও তোমার মস্তিষ্ক সাড়া দেয় ,
এত বিশালত্বের বিস্তারে কেমন অদ্ভুত ধোয়াটে কুয়াশা
ছায়া হয়ে ঘুরে ফিরে দুর্বোধ্য অসীম অস্তিত্ব ।
তোমার কণ্ঠে কোন স্বর নেই,তবুও শুনতে পাই ,
চোখের ভিতর আঁকাবাঁকা পথে পড়ে থাকা নুড়িগুলো কুড়োতে চাই ।
অবাক করা সুতীব্র সাদাকালো কাল্পনিক ছবিগুলো
ছুটে যাওয়া মুহূর্তগুলো জুড়ে দিয়ে গড়ে তোলা নতুন অতীত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






