সিএনজির মিটার কারসাজি সম্পর্কে সবাই মোটামোটি জানেন আশা করি। আমি নরমালি সিএনজি চড়ি না। কারণ এত টাকা নাই। তাছাড়া সিএনজি ওয়ালারে তেল মারতেও ইচ্ছা হয় না । অগত্যা বৃষ্টি কিংবা রাতে বাস না পাইলে বাধ্য হয়ে নিতে হয় মাঝে মাঝে। নতুন বাজার থেকে বকশিবাজার মিটারে আসলে (যদি সিএনজি ওয়ালা রাজি হয়) ১২০-১৫০ টাকা উঠে। দামাদামী করে ১৮০-২০০ টাকা। তো একদিন এক ব্যাটা সহজেই মিটারে যাইতে রাজি হইছে। আমিতো ভাবলাম আজকে আমার রাজ কপাল ! ওমা, কিসের কি। মালিবাগ পর্যন্ত দেখলাম মিটার ঠিকই চলতেছে। ৬৫ বা ৭০ টাকার মত ছিল রিডিং। তারপর দেখলাম মিটার লাফাইয়া লাফাইয়া বাড়তেছে খালি। হাইকোর্ট মোড়ে ১৫২ টাকা ! আমারতো মাথা গরম হওয়ার জোগাড়। আমি খালি মিটার দেখতেছি আর জীবনে সিএনজি নামক বড়লোকের যানবাহন কোনদিন ভূলেও না চড়ার সিদ্ধান্ত নিতেছি।
ভাবলাম মাথা ঠান্ডা রাখতে হবে এবং কিছু একটা করতে হবে। তখনই মাথায় আসলো শহীদ মিনারের সামনে পুলিশের গাড়ী থাকে একটা। অলটাইম। ড্রাইভারকে শান্তভাবে (যেনো আমি কিছুই বুঝিনাই এই ভাব নিয়া..
তারপর পুলিশ, আমি আর সিএনজি ড্রাইভারের সংলাপ ছিলো অনেকটা এই রকম-
আমি: এই যে ভাই একটু দেখেন, এই সিএনজির মিটার নষ্ট। বেশী টাকা উঠতেছে।
পুলিশ: আপনে কেডা?
আমি: আমি কে মানে? আমি ক্যাম্পাসের ছেলে (যদিও দেড় বছর আগে পাশ করে ফেলছি
পুলিশ: ঠিক আছে ছার(আমি ইমপ্রেসড্
দেখলাম ড্রাইভার ভালোই ভয় খাইছে। কাজ হইছে মনে হইলো।
পুলিশ: তুমার মেশিন (পড়ুন মিটার) এর কি অইছে?
ড্রাইভার: ছার আমি কিছু বুছতাছিনা । দুপুরেও দেখলাম ঠিক আছে। ভাইয়েরে তোলার পর থাইক্কা দেহি বেশী ট্যাকা উঠতাছে। দেখেন বিটিআই (সম্ভবত বিআরটিএ হবে) এর সিল আছে।
পুলিশ: তা তুমারে এখন কত দিলে চলবে?
ড্রাইভার: ভাইয়ে আমারে ১০০ ট্যাকা দিলে চলব।
আমিতো মনে মনে খুশি। তারপরও বললাম 'আমি মানি না, ওনাকে মামলা দিতে হবে। আমার জায়গায় কোন মহিলা হইলেতো ঠিকই পুরা ভাড়া আদায় কইরা ছাড়তো'।
পুলিশ: ভাই গরীব মানুষ। থাক বাদ দেন। চইলা যান। ওওই ওনারে বাসায় নামাইয়া দিয়া আসো।
যাক, শেষ পর্যন্ত আমি রাজি হইলাম এবং বাসার কাছে গিয়ে চামে ১১০ টাকা দিয়ে চলে গেলাম। ততক্ষণে মিটারে দেখি ২৩২ টাকা উঠছে ! ওই দিনের মত বড় বাঁচা বেচে গেলাম।
বি:দ্র: শুনেছি ট্রাফিক পুলিশরাও এসব ব্যপারে যাত্রীদের সহায়তা করে থাকেন। সুতরাং কেউ এ ধরনের বিপদে পড়লে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




