ব্লগ পরিবারের সকল সদস্যদেল শুভেচ্ছা। আমি প্রতিনিয়ত রমাঞ্চিত হচ্ছি ব্লগ পরিবারের সদস্যদের নানান লেখায়, আলোচনায়, চিন্তা-ভাবনার প্রকাশে, উৎসুকতায়, রম্য রচনায়, ব্যক্তিগত কথা প্রকাশের আগ্রহ দেখে। এছাড়া দৈনন্দিন জীবনের কত কথা, কত জানা-অজানা বিষয়ের সাথে পরিচিত হতে পারছি। সাথে সাথে সদস্যদের প্রতিক্রিয়া, প্রশংসা, টিটকারি, উৎসাহমূলক মন্তব্য, ফালতু মন্তব্যও আছে। অবশ্যই এ বিষয়ে সকলের সমান অধিকার আছে। ভাল মন্দ মিলে তো আমরা । যে যেভাবে বিষয় বৈচিত্র্যতা নিয়ে আসতে চায় তা তার প্রকাশের অধিকার থাকা চাই। তবে আমাদের সচেতন হতে হবে, সংযত হতে হবে, প্রাধান্য দিতে হবে নীতি ও নৈতিকতাকে। তাই আমাদের নংরামি থেকে, অযাচিত বিষয় ও দৃষ্টিকটু বিষয় প্রকাশ থেকে বিরত থাকা উচিত নয় কী! যদিও অযাচিত বিষয় হতে কারো ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক ক্ষতি হওয়া সম্ভাবনা নেই তথাপি আমাদের ব্লগ পরিবারের সদস্যদের মানসিকতার উপর, ভাব প্রকাশের উপর সাংঘাতিক প্রভাব ফেলবে এটা সত্য। যার ফলে এই ব্লগ সাইটি নংরামিতে পূর্ণ হতে পারে, এক ধরনের বিকৃত মানসিকতার পাঠক ও সদস্য তৈরী করতে পারে। যা বাংলা ভাষাভাষী মানুষের জন্য কখনই সুখকর হবেনা। আমরা আমাদের সমাজ সংস্কৃতিকে জানি ও চিনি। আমরা অবশ্যই চাইব যে, সুন্দর ও সুচিন্তিত মনের প্রকাশ ঘটিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে একটা শক্তিশালী অবস্থানে দাড় করাতে। আর আমাদের সে শক্তি ও সাহস আছে। সাম হোয়ার ইন ব্লগ বাংলা ভাষার জগতে, বাঙ্গালীর আত্মচেতনা জগতে যে ই-যোগাযোগের সহজ প্রকাশ নিয়ে এসেছে তারও নিশ্চয়ই একটা সন্দর উদ্দেশ্য আছে। এ ক্ষেত্রে সাম হোয়ার ইন ব্লগ প্রশংসার যোগ্য।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




