ব্যাস, এক দোকানে ঢুকলাম, দু তিন রকমের বের করলো, পছন্দ করলাম, ভালো কোন ব্র্যান্ড নয় তবে দেখতে ভালো, দাম মাত্র ১৮০০ টাকা, একটু দরদাম করলাম, সর্ব শেষ ১৭৫০ টাকা রাখা যাবে, মাত্র ৫০ টাকা লাভ, অতএব সমাপ্ত।
দুটো দিতে বললাম একটু পরিক্ষা করে। কিন্তু ওনারা একই রকম দুটো দিতে অপারগ, স্টকে নেই। এদিকে বন্ধু দুজনে একই রকম নিতে চাচ্ছে তাই অনুরোধ করলাম- অন্য দোকান থেকে আরেকটি এনে দেওয়ার জন্য।
উত্তর- আর কারো কাছে এই জিনিষ নেই, ওনারা নিজেরাই ইম্পোর্ট করেন, তাই দুরকম দুটো নিয়ে নিন।
মনটা খারাপ হলো কিন্তু কেন যেন সিদ্ধান্ত নিলাম আজ থাক, আরেকদিন নিব। তিন তলা থেকে দোতালায় আসলাম একটি সিডির দোকানে- পছন্দ হলে নিব কোন সিডি/ডিভিডি, একেবারে খালি হাতে চলে যাবো তাই।
এদিক ওদিক তাকাতে চোখে পড়লো, ঐ কুলিং প্যাড সাজানো। বন্ধু প্রথমেই প্রশ্ন করলো- ওগুলো দুটো আছে কিনা! অবশ্যই।
ভালো করে হাতে নিয়ে আর চালিয়ে দেখলাম। সব ঠিক ঠাক। আমি প্রশ্ন করলাম- ভাই দুটো নিব, কত রাখতে পারবেন? এক উত্তর- ৭৫০ করে দুটো ১৫০০ টাকা। সমাপ্ত।
কিছুক্ষন চুপ থেকে জিনিষ গুলো আবার ভালো করে দেখলাম, চালিয়েও দেখলাম, একই জিনিষ- কিনে ফেললাম।
আবারো কিন্তু কারণ, আমার খুশি লাগছিলো না, এত কমে জিনিষ গুলো পেয়েও। জীবনে প্রথম কনো ব্যাবসায়ীর উপর এত রাগ লাগলো।
আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার- কষ্ট করে পড়া লেখা করেছি এবং আজো কষ্ট করে উপার্জন করি, দুটো পয়সা কেও এমনি দেয় না।
দুজনে আবার তিন তলায় গেলাম ঐ দোকানে, কুলিং প্যাড গুলোর দুটো প্যাকেট নিয়ে দোকানদার দিকে তাকিয়ে থাকলাম- মাথায় সাদা টুপি, মুখে দাড়ি, চোখে চশমা, গায়ে সাদা লম্বা পাঞ্জাবি।
-কিছুই বলতে পারলাম না বা ইচ্ছে করলো না।
এটা তো গনতান্ত্রিক দেশ, আমার খুশি আমি কলা খোসা সহ খাবো, কার কি?
সত্যিই কি আমার কিছু বলার অধিকার ছিলো না! একটু ভাবুন তো আপনি কি করতেন?
সেলুকাস কি আরো কিছু বলতে চায়?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




