আজকের এই লেখাটি এখানে আমার প্রথম লেখা।
এস তোমাকেই আজ ঘিরে রাখি এই লেখায়। অনেক ব্যস্ত আমার দিনগুলোয় তুমি আমার সকাল হতে চেয়েছিলে... পাগলি তুমি আমার দিন হলে না, রাত হলে না সন্ধ্যা কিংবা ভোর হলে না। তুমি কেবলই আমার সকাল হলে।
আমার জীর্ন শহরের গধূলির আবীর রাঙ্গা মনের কোনে তুমি আমার স্নিগ্ধ সকাল হয়েই রইলে। ঘুম ভাঙ্গা সকাল। আদর মাখা সকাল।
ভোরের পাখি হইনি আমি কোনোদিন। চাইনি দেখতে ভোর। যেদিন থেকে আমার হলে সেদিন থেকে সকাল দেখি। যেন আমি সকালের মানুষ, যেন আমার জন্ম কেবলই সকালে।যেন কোন এক সকালেই আমি চলে যাব।
আজকের লিখাটা তোমাকে দিলাম। আমার সকাল।
আমার প্রথম কলমে হাত তোমার জন্যই দিলাম।
আমায় তুমি আরেকটু আলো দিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




