একটা মানুষের বেঁচে থাকার জন্যে যতটুকু নিজের কাছে নিজের থাকা দরকার,তা ছিলনা আমার।নিজের প্রায় পুরোটাই তোমার কাছে নিবেদন করে অনন্ত অপেক্ষায় থাকা,আশা ছিল বুঝবে একদিন আমি কতখানি তোমার।কখনও বলে,কখনো না বলে,কখনো ঈশ্বরের মাধ্যমে জানিয়েছি -আমি অপেক্ষায় তোমার।ভেবেছিলাম আর বলেছিলামও,আজীবন ই থাকব তোমার পথ চেয়ে।কিন্তু,আর পারলাম না,এত পথ চাওয়ায় ক্লান্ত আমার দু চোখ।(ইদানীং চোখে কম দেখছি,চশমা পরেও ঠিকঠাক দেখতে পাইনা।)
ঠিক করলাম,তোমার জন্যে নিজেকে আর বঞ্চিত করে লাভ কি!
ফিরে আসি নিজের কাছে,আপন স্বত্ত্বায়।
আজ থেকে প্রাণপন চেষ্টা করবো তোমাকে ভালো না বাসার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




