আলোর সন্ধানে ক্রমাগত চলা,অন্ধকারের পথ ধরে
পথ হাতড়াই,ঠোকর খাই পাথর দেয়ালে
বদ্ধ বাতাসে দম বন্ধ হয়ে আসে
ক্রমশ নিস্তেজ লাগে নিজেকে
তবু খুজে পেতে হবে,
তবু খুজে পেতে হবে আলোর উৎস
তাই যেতে হবে আমাকে আরও গভীর অন্ধকারে।
সমস্ত মনোবল জড়ো করে আবারো হাটি।
কিন্তু পারিনা বেশিদুর যেতে
ক্লান্তিতে,তৃষ্ণায় আর পারিনা,
হেলান দেই পাথর দেয়ালে
মাথার ক্ষত থেকে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়বার অবসর পায় এতক্ষনে
একসময় এসে পৌছে আমার ঠোটের কাছে
জিভ দিয়ে চেটে নেই রক্তবিন্দু।
মনে হয় রক্তের স্বাদ মন্দ তো নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




