তুমি এলে আলোর বার্তা নিয়ে
ধীরে ধীরে মুছে গেল অন্ধকার
প্রাণহীন জীবনে ফিরে এল প্রাণ
স্বপ্নভেলায় শুরু হল যাত্রা
চলতে থাকল দ্রুত গতিতে
প্রতিটি মুহূর্ত হয়ে উঠল প্রাণবন্ত
যেন রংধনুর সাত রং এসে রাঙাল শাড়ির আঁচল
প্রকৃতিও যেন বহুদিন পর হেসে উঠল
মনে হল শেষ হল বুঝি আমার অন্ধকারের জীবন
কিন্তু আলো যে আমার জন্য নয়,তা তো ভুলেই গিয়েছিলাম
ঘরের দ্বারে যে অন্ধকার ওঁৎ পেতে আছে
যে মেঘ সরে গিয়েছিল আমার আকাশ থেকে
তা এসে আবার ঘর বাঁধছে আমার আকাশ জুরে.......।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




