ভালোবাসি তোমায়...
ভালোবাসি শুধুই তোমায়....
আমার জীবনের আলো তুমি...
তুমিই আমার অতৃপ্ত আত্মার তৃপ্ততা...
তোমার প্রতিটি স্পর্শ আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন....
তোমার প্রতিটি কথা বেঁচে থাকার আহবান....
তোমার মাঝেই খুঁজে পেয়েছি আমার জীবনের অস্তিত্ব...
তুমিই দান করলে আমাকে পূর্ণতা....
স্বপে দিয়েছি তাই তোমারই তরে সব....
আজ আমার ভূবন আলোকিত তোমার আগমনে....
ভালোবাসার এই দুর্গম পথে আজ জয় হল আমার....
শেষ হল আমার অপেক্ষার দিন...
জানি তুমি আসবে ফিরে আমার ভালোবাসাকে জয়ী করতে...
তাইতো ছিল অপেক্ষা ...নিষ্পলক চোখে তোমার পথে চেয়ে থাকা....
ফাল্গুনের মত আবার এলে তুমি আমার জীবনে,সকল বাঁধা অতিক্রম করে.।
তুমি শুধু জেনে রেখ আমার দিন শুরু হয় তোমাতেই
আর শেষও হয় তোমারই তরে..........
ভালোবাসি শুধুই তোমায়.....।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




