যখন মনের মানুষ ছেড়ে চলে যায়,
তখন বয়ে যাওয়া চোখের পানিকে
কিভাবে আটকানো যায়,
সে চলে গেছে যে মনই মানাতে চায় না,
জেগে জেগে স্বপ্ন দেখার মতো
এভাবে আর কিভাবে হেসে হেসে যাই,
মনে হয় আবার যদি সে আসতো
আমাকে শেষ বিদায় বলার জন্য,
যদি শেষবারের মতো ডাকতো আমার নামটি ধরে,
যদিও সে তো আমার সাথেই আছে
আমার বেঁচে থাকার অণুপ্রেরণা হয়ে,
তাইতো আমি এখনও চেয়ে আছি তার পথো চেয়ে,
এই ছলছল শুন্য দৃষ্টি ঘুরে ফিরে আজো শুধু তারেই খোঁজে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




