এখন সামুর প্রথম পেজে পোষ্টের বাহার দেইখা খুব কষ্ট লাগে। আগে কি সুন্দর আছিলো, মনে পরলে খারাপ লাগে। এখন আমাকে আপনারা বলতে পারেন, তুমিই ভাল লেখা শুরু করো তাইলেই তো হয় , আমি ভালই লেখার সর্বাত্নক চেষ্টা করি। আমার আগের পোষ্টগুলা দেখতে পারেন। কিন্ত ভাল লেইখা ভাত তো দূরে থাক , ভাতের মার ও পাইনা। অজস্র লেখার তলে পইরা আমার লেখা খালি কান্দে। যাই হোক, যেসব লেখার তলে আমার লেখা চাপা পরে, ঐসব লেখা ভাল হইলে আমার কষ্ট আছিলোনা। কিন্ত লেখার টাইটেল পইরাই মাথাটা গরম হইয়া যায়, ঐ লেখা আর পরুম কি। যেভাবে পোষ্ট আসতেছে তাতে কয়দিন পর যেরকম পোষ্ট দেখা লাগতে পারে-----
১) বিয়া খাইতে যামু, জুতার সাথে ম্যাচিং মুজা পাইতাছিনা। আপনারাই বলেন কোনটা পরা যায়।
২) আমার জানের নাকে একটা ব্রন উঠছে। ওকে আমি কি বইলা মন ভাল কইরা দিতে পারি
৩) মশার কয়েল কোনটা কিনলে সবচেয়ে ভাল কাজ হয়। ভাইয়েরা একটু হেল্পান।
৪)আমার নতুন ল্যাপটপের স্ক্রিনে একটা মশা বসছে, আমি এখন কি করবো??
৫) সকালে ঘুম থেকে উঠার পরেই আমার অনেক মুত চাপে, আপনাদেরও কি এমন হয়??
৬) এখন কাকরাইলের মোড়ে কেউ আছেন নাকি?? রিক্সা পাচ্ছিনা একটাও।
৭) আমার গার্লফ্রেন্ডের ছোট ভাই আপেলের বাংলা জানতে চাইছে।। হা হা হা হা হা অনেক মজার শালা পাইছি কি বলেন আপনারা???
৮) আমি শুইয়া থাকুম কিন্ত হাওয়া থেকে টাকা পরবো, এমন কোনো সিষ্টেম আছে নাকি??
৯) নামাযে দাড়াইয়া বাজে চিন্তা আসে, আমি জান্নাতে হুর পাবোতো??
১০) আমার পেনড্রাইভটা ঢুকাইলে পুচুত কইরা একটা সাউন্ড হয়, এইটা কি কোনো সমস্যা??
১১)মর্জিনার বাপ মার্কা মারা , এই গানের লিরিক্স দিতে পারবেন কেউ??/
১২) পাশের বাসার একটা মেয়ে আমাকে দেখলে কেমনে জানি হাসি দেয়, এখন আমি কি করতে পারি??
১৩) আমার গামছাটা অনেক পাতলা। দেখেন সব বুঝা যায়, ছবি দিলাম দেইখা নেন
১৪) এখন নিউজপ্রিন্ট কাগজ ১২ টাকা দিস্তা, দেড় দিস্তা তাইলে কতো হইবো দাম?? ক্যালকুলেটর খুইজা পাইতাছিনা। আপনারা যদি কষ্ট কইরা বইলা দিতেন।
১৫) আমি সিগারেট খাইলে আমার জান আমাকে কিস দিতে দেয়না, এখন আমি কি করবো ???
১৬) আমি হিন্দী গান গাই সারাদিন ,হিন্দিতে কথাও বলি, তাই আমাকে সবাই কুত্তার বাচ্চা বলে । হিন্দী গান গাইলে কুত্তার বাচ্চা বলে কেন!!!! কি অমানবিক
১৭) এইমাত্র আমাদের বাসার সামনে দিয়া একটা রিক্সা গেলো অনেক জোরে, এতো জোরে চালায় উফফফ
১৮) এখন কয়টা বাজে?? একজাক্টলি কেউ বলতে পারবেন। আমার মোবাইল পাচ্ছিনা
১৯) নাস্তিকরা সব কুত্তার বাচ্চা। ওদের গালি দিতেও আমার খারাপ লাগে?? ওই কুত্তার বাচ্চা বল আল্লাহ না থাকলে আমরা আইলাম কইত্তে??? ( নাস্তিকরা জবাব দে , এক বাপের পোলা হইলে)
২০) আস্তিক গাধাগুলা নামায রোযা কইরা কইরা মইরা গেলো, কিন্ত দুনিয়ার কোনো পরিবর্তন হয় না কেন, মানে আল্লাহ আসলে নাই ( আস্তিকর পারলে জবাব দে, যে কোনো বাপের পোলা হইলে)
২১) ফেসবুকে সবাই ষ্ট্যাটাস দেয় , কিন্ত আমি ষ্ট্যাটাস দিতে পারিনা। কিভাবে দিতে হয়??
২২) নাবিস্কো নোনতা বিস্কুট খাইলাম, ওরে টেষ্ট রে ভাই পুরাই মাথা আউট
২৩) আজো আমার প্যান্টের চেইন খুলা আছিলো, মনেই থাকেনা কি যে করি
২৪) আওয়ামিলীগ বাকশাল , ডিজিটাল বাংলাদেশ ভুয়া ইত্যাদি ইত্যাদি।
২৫) বিএনপি ই আসল যুদ্ধঅপরাধি, জিয়া ছিলো আসল রাজাকার। ইয়াহিয়াকে পাঠানো মেইল হ্যাক।
২৬) কচু খাইলাম গলা চলকাচ্ছে। এখন কি করবো???
২৭) মাউস টিপতাছি কিন্ত মনিটরে কোনো অক্ষর উঠেনা !!! আমার কম্পিউটারে কি ভাইরাস ???
২৮) ইন্টারনেট কানেকশন ছাড়াও নাকি অনেকেই ব্রাউজ করতে পারে, আপনেরা জানেন নাকি??
২৯) টেকি পোষ্টঃ আজকে আপনাদের শিখাবো কিভাবে কারো ষ্ট্যাটাসে লাইক দিবেন
৩০) আমেরিকার সবাই এইমাত্র ইসলাম গ্রহন করছে , ভিডিও সহ প্রমান
আরেকটা বাদ পইড়া গেছিলো , সরি।
৩১)সামুতে আর কয়দিন পর যেরকম পোষ্ট দেখা যাইতে পারে
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





