শিস কি এবার থামবে? নাকি ঘুমপাড়ানি গানের মত আজীবন কানে বেজেই যাবে। অন্ধকার ময়দানে কেনো বুলেটের শিস শুনছি? নাৎসিরা নাকি কাবু। স্টালিন ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। জাপানে "ছোট বালক" পরেছে। ব্রিটিশ ইন্ডিয়া নাকি ৩ ভাগে ভেঙ্গে যাবে। জাতিসংঘ নাকি মধ্য প্রাচ্যে নতুন ২ টা দেশকে স্বীকৃতি দিতে যাচ্ছে? চেকোস্লোভাকিয়া এখন কেমন? ইভান জীবিত না পথেই মারা গেছে?
শত চিন্তার মাঝেও সেই শিস থামছেনা, থামবেনা। মস্তক থেকে বেয়ে পরা নিউরন আর রক্তের মিশ্রনে মেচের কাঠি গুলো অকেজো হয়ে গেছে, ক্রাভেন সিগারেট গুলো পরেই থাকবে। রেডিওতে হোয়াইট নয়েস, বাতাসে পচা রক্তের ঘ্রাণ, পকেটে শেষ স্মৃতি ভালো বন্ধুদের সাথে একটা সাদাকালো ছবি, আকাশের "মহান ভাল্লুক" দিক হারা পথিককে দিক দেখাবে।
চেরনভের দিক বিদিক নেই আর। নাৎসিদের বুলেট নাক দিয়ে পিটুয়াটারি গ্ল্যান্ড বরাবর থেমেছে খুলির পিছনে গিয়ে। চেরনভ তাঁর খুলিতে বুলেটের উপস্থিতি টের পাচ্ছে। 'কর কর' করে শব্দ হচ্ছে যখনই মাথা একটু নড়াচড়া করছে। মৃত্যু ঘনিয়ে তাঁর। চেরনভের মৃত্যু হয়ত বৃহৎ হিরোশিমায় "ছোট বালক" বোমায় মৃত্যু বরন করা শিশু পথচারী থেকে শুরু করে বৃদ্ধ গৃহী মহিলার থেকেও। নামে ছোট, কাজও অল্প, কয়েক মুহূর্তের কিন্তু চক্রবৃদ্ধি হারে মানুষ মারার ক্ষমতা ছোট কিছু না !
চেরনভ চায় শেষ বারের মত তাঁর ব্যথা দূর হোক, সময় থেমে যাক আর নাহয় দ্রুত কেটে যাক। প্রতিটা সেকেন্ডকে চেরনভ অনুভব করছে। জন্ম গ্রহণ করে মায়ের-বাবার কোলে ঢলে পরেছে। এ কোন অজানা ব্যথা, এ কোন অজানা আচলে চেরনভকে ঢলে পরতে তাঁর শরীর ডাকছে?
চেরনভের সময় স্থির, জীবনের পাণ্ডুলিপিতে ধুলোবালি।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



