করের স্পর্শকাতর গোপন নথি ব্যবস্থাপনা ও সংরক্ষণ, ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার বা টিআইএন সনদ ইস্যুকরণ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকাণ্ডের তদারকির দায়িত্ব পাচ্ছে বিদেশি একটি সংস্থা। রাষ্ট্রীয় গোপন কাজের জন্য মনোনীত ভারতীয় সংস্থাটি পরবর্তী পাঁচ বছরের জন্য এনবিআরের এ ধরনের কাজ তদারকি করবে।
.............
কোনো ধরনের ঋণ সহায়তা না দিয়েই বাংলাদেশি করদাতাদের কাছ থেকে সার্ভিস চার্জ নিয়ে পরিচালনার শর্তে ভারতীয় সংস্থা মনোনয়ন করছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বা আইএফসি। যুক্তরাষ্ট্রে আইএফসির সদর দপ্তরে সংস্থাটি ভারতীয় চারটি মনোনীত কম্পানির মধ্য থেকে একটিকে নির্বাচন করে তা এ সপ্তাহেই জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে জানাবে।
..........
আমাদের ছেলেরা এখন বিদেশেও ব্যাপক প্রতিযোগিতা করে সফটওয়্যার
ও আইটি সেক্টরে কাজ করছে। সেখানে কেন একটি সাধারণ মানের সফটওয়্যার ও আইটি কাজে বাংলাদেশি প্রতিষ্ঠানের বদলে বিদেশি প্রতিষ্ঠানকে মনোনয়ন করা হচ্ছে, তা আমার বোধগম্য হচ্ছে না। এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার অপচয় হবে, তেমনি এ দেশের দক্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হবে।'
.........
সূত্র আরো জানায়, কর ব্যবস্থাপনায় কার্যাদেশ পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানটি একটি টিআইএন ইস্যু করার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। সরাসরি তা করদাতার কাছ থেকে নেবে বেসরকারি প্রতিষ্ঠানটি। এ আয় থেকে এনবিআর কিছুই পাবে না। এ টাকা সরাসরি কাজ পাওয়া সংস্থার অ্যাকাউন্টে জমা হবে।
......
শুধু নতুন করদাতা নয়, পুরনো করদাতা যাঁদের বৈধ টিআইএন রয়েছে বলে দাবি করা হয়, তাঁদেরও নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিআইএনটি নবায়ন করে নিতে হবে।
বিস্তারিত পড়ুন কালেরকণ্ঠে ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




