শুধু শুধু ভাতিজা তারেকের দোষ দিয়া কি লাভ? খালেদা তার পুত্র ধনদের জন্য দিওয়ানা মাসতানা
হাসিনা এই পর্যন্ত যত গুলা বিদেশ সফর মারছে সরকারী ভাবে তার সব গুলাইতেই কুত্তার ছা'র মতো রেহানা সহ তার পুত্র কে নিয়া গেছে। এই যে রাষ্ট্রীয় টাকায় বেহিসেবী লস্কর লইয়া ঘুরাতে জাতির কি উপকার হইতেছে? মক্কাতে হজ্জ করতে গেলি তোর বঈণ পোলা ছাগল পাগল সব গুলারে নিয়া গেলি!! হজ্জ করার এত শখ তো নিজের টাকায় কর.., ১৫ কোটি মানুষের টাকায় কেন কর? নিউ ইর্য়কে যাইবা যাও সাথে কেন বঈনরে নিয়া যাও? সে কোন রাষ্ট্রীয় পদে আসীন? বিনিয়োগ বক্তিতা করবা সেখানে ও পোলারে সাইডে লইয়া!! আমগো বিনিয়োগ বোর্ডে কি কেউ নাই? এই যে পোলার দেখাইয়া লবিং সুত্র দিতাছো!! এখন বিনিয়োগের নামে যারা অবৈধ ভাবে নানা সুযোগ সুবিধা আদায় করতে চাইবো তাদের জন্য জয় বাবাজী রেডি!!
রাষ্ট্রীয় টাকায় নেয়া ডক্টরেট, পাতলা পায়খানার জন্য বিদেশী চিকিৎসার কথা বাদ দিলাম। কারন আমাদের কপালের নাম গোপাল! বাপ দাদার কেউ-ই না হইলো শেখ!না হইলো জিয়া! আসতাগফিরুল্লাহ..., সবই রসুনের বাচ্চা অথচ হাল্কা গন্ধ মারা পেয়াইজের বাইচ্চা জইল্লাদের গাইল্লাইয়া চোখের পানি করতেছি নেত্রীর সম্মানের জন্য
আমাগো দেশের মানুষ বোকাচোদা তাই তোমরাও ফ্রীতে ুইদা যাইতেছো
যাদের প্রতিবাদ করার কথা ছিলো তারাই লেহনে বেশী ব্যস্ত!! যে দুই একজন নেতা কে কাল ভাদ্রে পাওয়া যায় তারা নানা কেচ্চা কাহিনীর স্বীকার হয়
এইটা সত্য যে তোমাগো পতন হবে। হয়তো একটু বেহুদা সময় যাইতেছে। কেউ তোমাদের কথা স্মরন কইরা মুতবো না।
শুধু প্রশ্ন জাগে এই জাতি কবে পরিবারতন্ত্র থেকে মুক্তি পাইবো? চাটুকার প্রজাতির থেইকা কবে রক্ষা পাইবো? বাবা শেখ মুজিব? ভাই জিয়া ক?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




