সেলিব্রিটিদের ব্লাইন্ড ফ্যান হওয়া কেন খারাপ জানেন? লেট মি শো ইউ অ্যা বিগ এক্সামপল।
অমিতাভ বচ্চনকে সবাই চিনেন। কয়েক বছর আগে ওনার মেয়ে শ্বেতা বচ্চন একটা ক্লথিং ব্রান্ড ওপেন করে। আর লঞ্চের প্রথমদিন ১ ঘন্টার মধ্যে সকল প্রোডাক্ট সেল হয়ে যায় । তখন অমিতাভ শেযার করে সে খুব প্রাউড ফিল করছে। ইটস ফাইন,আপনি বা আমি কিছু করলে আমাদের বাবা-মা প্রাউড ফিল করবে, রাইট? কিন্তু সমস্যা অন্যখানে, সেটা হলো প্রাইস ও ডিমান্ড।
শ্বেতা বচ্চনের ব্র্যান্ডের প্রোডাক্ট প্রাইস কেমন?
শ্বেতার ডিজাইন করা একটা সিল্কের স্কার্টের দাম ছিল দেড় লাখ টাকা! একটা ব্লেজারের দাম ছিলো এক লাখ ষাট হাজার টাকা! কিন্তু মার্কেটে আপনি সিমিলার ডিজাইন ও কোয়ালিটির জিনিস ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পাবেন। এখন যদি বলেন এগুলো ডিজাইনার মেড, তাই টাকাটা ওর্থ হচ্ছে, তাহলে বলবো বিষয়টা ঠিক তা নয়। বিষয়টা হলো শ্বেতার জন্য প্রকৃত ডিজাইনাররা আড়ালে পড়ে যাচ্ছে।
কেন শ্বেতা বচ্চনের প্রোডাক্ট বিতর্কিত মনে করা হয়?
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ডিজাইনার সারা জীবন ধরে একটু একটু করে পোর্টফোলিও বানিয়ে নিজেকে প্রুভ করেছে। মিডল ক্লাস ড্রেস থেকে শুরু করে ডিজাইনার ওয়েডিং ড্রেস বানানো শিখেছে। তাই তাদের লাক্সারিয়াস ড্রেস গুলোর প্রাইস এক্সেপ্টেবল। ধরে নিলাম অঢেল টাকা থাকলে দামী জিনিস কেনা দোষের কিছু না। কিন্তু শ্বেতা বচ্চন এমন কেউ ছিল না যার কাজ কেউ দেখেছে!
ডিড ইউ নো হু ইজ শ্বেতা বচ্চন আনটিল দিস পোস্ট? হয়তো কেউ কেউ গেস করেছেন, কারণ তার নামের পাশে বচ্চন আছে! আর এই নাম থাকার কারণে সে বলিউডের সাথে রিলেটেড না হয়েও বিভিন্ন সেলিব্রিটি শোতে যায়, ফ্যাশন দুনিয়াতে অন্যদের টেক্কা দিয়ে বড় বড় ইনভেস্টর পায়, বড় বড় নিউজ এজেন্সিতে কাজ পায়!
শ্বেতা বচ্চন কি একেবারেই সম্মান পাবার যোগ্য নয়?
শ্বেতা সম্মান পাবার যোগ্য। আমি এটা বলছি না যে সেলিব্রিটিদের ঘরে জন্ম নিলেই তাকে নেপো কিড বলে ট্রোল করতে হবে। শ্বেতা নিজেও বেশ ট্যালেন্টেড পার্সন। সে একজন ভালো রাইটার ও ডিজাইনার । অল্প বয়সে তার বিয়ে হয়, তাই সন্তানরা বড় হবার পর এখন নিজেকে সময় দিচ্ছে। শী ইজ ডেফিনিটলি অ্যান আইডল ফর স্ট্রাগলিং উইমেন (ইন অ্যানাদার সোসাইটি!)
তাহলে কেন এত কন্ট্রোভার্সি?
ভেবে দেখুন, তৃতীয় বিশ্বের একটা দেশ, যেখানে অনেক মানুষ সারা বছরে এক লাখ টাকা আয় করে পরিবার নিয়ে চলছে। সেখানে কেউ বিলাসীতা করে ওভারপ্রাইসে একটা দেড় লাখ টাকার জামা কিনছে, জাস্ট বিকজ ড্রেস মেকারের বাবা তার প্রিয় সেলিব্রিটি ছিল!
ডাজ দ্যট মেক গুড সেন্স?
পৃথিবীতে আমরা সারভাইব করছি। এন্টারটেইনমেন্ট আমাদের মেন্টালি স্ট্যাবল রাখে। তাই এন্টারটেইনারদের আমরা পছন্দ করি, নিজেরাও এন্টারটেইন করি। কিন্তু তার মানে এই না যে এন্টারটেইনারদের দেবতার চোখে দেখতে হবে, এই না যে তাদের কাজের জন্য তাদের ছেলেমেয়েদের প্রিভিলেজ দিতে হবে!
তাহলে শেষ সিদ্ধান্ত কি?
আপনি সেলিব্রিটি হলে সন্তানদের এটা শেখানো উচিৎ লাক্সারি, বিজনেস এসবের বাইরে একটা জগৎ আছে, আর সেখানে অনেক দরিদ্র অসহায় মানুষ আছে। আপনার ইনকাম হচেছ দরিদ্র মানুষের টাকায়। আপনার ফেমকে কাজে লাগিয়ে তারা আখের গোছালে ইনজাস্টিস হবে। রিসেন্টলি নিউজে পেলাম শাহরুখ খানের ছেলে ও মেয়েও একই রকম কয়েকটি ক্লথিং ভেঞ্চার তৈরি করেছে, তাই অনেকদিন আগে শ্বেতা বচ্চনকে নিয়ে আমার ভাবনাটা শেয়ার করলাম!
For Urgent Contact
BM Khalid Hasan
Creative Writer | Director | Presenter
Mail: [email protected]