স্টাফ রিপোর্টার,১৬ মে (মানিকগঞ্জ নিউজ ডটকম):মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের (২৭)লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া ব্রীজের নিচ থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ঘিওর থানার এসআই মো:শাহ আলম জানান, সকালে এলাকাবাসী ব্রীজের নিচে ঐ লাশ দেখে পুলিশকে খবর দেয়।নিহত যুবকের মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছিদ্র যুক্ত আঘাতের চিহ্রু রয়েছে। তার পড়নে ছিল টাওজার ও গেঞ্জি।
অন্য কোথাও থেকে তাকে হত্যা করে ব্রীজের নিচে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




