বলগের বদ্দা ও বইন অক্কল ইবা আঁর পইল্লা পোষ্ট। বলগে আঁর পইল্লা পোষ্টে অঁনরা-রে চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার শুভেচ্ছা জানাইয়া শুরু গইরল্লাম। চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার মধ্যে উঁনি, মইষখাইল্লা পান, মেজ্জাইন্না গোস্ত, পইল্লা মাছ, লইট্টা মাছের হতা হন যায়। আঁই আশা গরি বলগের আগামী দিনগুন আঁরার এক্যোয়াত্রে ভালা ভাবে হাডিব। বেয়াগ্গুনরে আঁর কলিজার ভিতরে-ত্তুন আন্তরিক শুভেচ্ছা জানাইর। আঁই সব সময় অঁনারার ফুয়াঁরে চাঁটগাঁর ভাষায় লেহালেহি , মন্তব্য ইত্যাদি গর-গইম। কেউ যদি আপাতত ন-বুঝঅনও আশা গরি আগামীতে আস্তে আস্তে আঁর চাঁটগাঁর ভাষা রপ্ত গরি ফেলাইবেন।
বেয়াগুন-রে ধন্যবাদ।
অঁনারার আগামী দিনগুন ভালা যাক।
বিঃদ্রঃ- আঁরার চাঁটগাঁর ভাষায় চন্দ্রবিন্দুর(ঁ) ব্যবহার বেশী এবং 'ক' এর উচ্চারণ বেশির ভাগ ক্ষেত্রে 'হ' উচ্চারণ হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




