কিছু সংগ্রহিত জোকস দিলাম। আমার ভালো লাগছে, আশা করি আপনাদের ও ভালো লাগবে।
১। গোল্ডফিশ
মা : গোল্ডফিশগুলোকে নতুন পানি দিয়েছিস?
ছেলে : না, মা। কালকের পানিই তো ওরা এখনও খেয়ে শেষ করতে পারেনি!
২। ডাক্তার ও রোগী
রোগীঃ ডাক্তার সাহেব আমার দাঁতে প্রচণ্ড ব্যথা,
ডাক্তারঃ হা করুন
রোগীঃ হা..........।
ডাক্তারঃ আরো একটু হা করুন।
রোগীঃ করছি তো।
ডাক্তারঃ আরো সামান্য একটু
রোগীঃ কী ব্যাপার, ডাক্তার সাহেব! আমার মুখের ভিতর বসে দাঁত খুলবেন না কি!
৩। স্বাস্থ্যকর জায়গা
ছাত্রাবাসের নবাগত ছাত্র : এই জায়গাটা নিশ্চয়ই স্বাস্থ্যকর?
পুরাতন ছাত্র : ঠিকই ধরেছো। আমি যখন এই অঞ্চলে আসি তখন আমার শরীরে কোন শক্তি ছিল না। আমি তখন কথা বলতে পারতাম না। এমনকি হাঁটতেও পারতাম না। এখন দেখতেই পাচ্ছো, সব পারি।
নবাগত ছাত্র : আপনি এ অঞ্চলে কবে এসেছো?
পুরাতন ছাত্র : যখন আমার বয়স একমাস।
৪।বাজি ধরা
প্রথম বন্ধু : শপথ করছি। আর কখনো বাজি ধরবো না।
দ্বিতীয় বন্ধু : এটা তুই কখনো পারবি না।
প্রথম বন্ধু : ঠিক আছে, বল তুই কত টাকার বাজি ধরবি।
৫। অপারেশন থিয়েটারে
অপারেশন থিয়েটার থেকে রোগী দৌড়ে পালাচ্ছে। তখন একজন ওই রোগীকে জিজ্ঞাসা করলো,
- কী ভাই, পালাচ্ছেন কেন?
- পালাবো না! নার্স বলছিল - ভয়ের কিছু নেই, এটা তো সামান্য অপারেশন।
- তাতে ভয়ের কি আছে, খারাপ কিছু তো বলেনি।
- তা তো ঠিক, কিন্তু কথাটা তো আমাকে বলেনি, বলেছে ডাক্তারকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




