মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে টিকেট বুক করার ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন বলেন, গ্রামীণ ফোন ও বাংলালিংক মোবাইল ফোন থেকে এসএমএস-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, এ ধরনের ৪৬টি আন্তনগর ট্রেনের সবগুলোর টিকেট বুক করতে পারবেন যাত্রীরা।চুড়ান্ত অনুমোদনের জন্য তার বিভাগ এরই মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি প্রস্তাব পাঠিয়েছে।
আরেকজন অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বলেন, যাত্রীদের অবশ্যই নির্দিষ্ট একটি নম্বরে এসএমএস পাঠাতে হবে। উল্লেখ করতে হবে ট্রেনের নাম ও গন্তব্যের কথাও।
এর জবাবে যাত্রীদের একটি ম্যাসেজ পাঠানো হবে বলে জানিয়ে তিনি বলেন, এতে লেখা থাকবে বুক করার মতো পর্যাপ্ত টিকেট আছে কি না।
টি এ চৌধুরী বলেন, "যাত্রীর মোবাইল ফোনে পর্যাপ্ত অর্থ থাকলে তিনি টিকেট নিশ্চিত করার ব্যাপারে একটি ফিরতি ম্যাসেজ পাবেন। এতে টিকেটের ক্রমিক নম্বর উল্লেখ থাকবে।"
টিকেট নিশ্চিত করার ফিরতি ম্যাসেজ ও ক্রমিক নম্বর দেখিয়ে কাউন্টার থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, এসএমএস-এর মাধ্যমে ৪৬টি আন্তনগর ট্রেনের প্রায় নয় শ' টিকেট বুক করা যাবে।
নিউজ টা পড়ে খুব ভালো লাগলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




