ধরি, আমি একটা লিঙ্ক যোগ করলাম। এটার জন্য যা করতে হবেঃ
১। যে লেখাটি, মানে লেখার যে অংশটি লিঙ্ক করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন।
২। এডিটরের হেডার অংশে একটা শিকলের ছবি দেখাচ্ছে, ওটাতে ক্লিক করুন।
৩। জাভাস্ক্রিপ্ট এনাবল করা থাকলে একটা অপশন আসবে। ওটাও নিচের অংশে http:// এর পরের খালি স্থানে আপনার কাঙ্খিত লিঙ্ক পেস্ট করুন।
৪। insert বাটনে ক্লিক করুন।
বিকল্পঃ
কোন সমস্যা হলে এভাবেও কাজটা করা যায়। [#link|#http://get-a-solution.blogspot.com|#লিঙ্ক]। ওপরের লাইনটা কপি করে সবগুলো # মুছে দিন। "লিঙ্ক" এর স্থানে আপনি যে লেখাটাতে লিঙ্ক ইন্সার্ট করতে চাচ্ছেন তা লিখে দিন। কাজ হয়ে যাবে আশা করি।
কমেন্ট এর বেলায়ও একইভাবে করা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




