স্বপ্ন না থাকলে
দুঃখগুলো আরো কষ্টকর হতো
হে আল্লাহ
যদি তোমাতে বিশ্বাস না থাকত
বেঁচে থাকা খুব ভয়ংকর হতো
সুখে তোমায় স্মরণ করি না করি
যত ব্যর্থতার অভিযোগ
আমি তোমাকে জানাই
দুখের দিনে যখন কেউ থাকে না পাশে
বিপদে যখন কেউ দেয় না অভয়
আমি তোমার কাছেই ছুটে আসি
চাই তোমার আশ্রয়
মহানুভব, ক্ষমাশীল তুমি
আমায় দাও না ফেলে
রক্ষা করো আমায়
তোমার দয়ার ছায়া মেলে
ওহে পরম করুণাময়
জানি অকৃতজ্ঞ আমি
সরল পথ ছেড়ে পঙ্কিলতায় নামি
তবুও তোমার কাছে প্রার্থনা
আমাকে ভ্রষ্টদের দলে শামিল করো না
বিপদে-আপদে দিও সান্ত্বনা
ইহকালে মোরে শান্তিতে রেখো
পরকালের হিসাব সহজ করো
ক্ষমা করো সব আযাব-যন্ত্রণা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


