কত কষ্টই না করেছে আমার জন্য। আজ আমি শিশু থেকে কিশোর। কিশোর জীবনের এক অজানা পথে পা দিয়েছি... আমাকে পাড়ি দিতে হচ্ছে অজানা ঝড়ো ঢেউয়ের এক বিশাল সমুদ্র... জানি না কে হবে আমার সঙ্গী... হাতে হাত রেখে আমরা পাড়ি দিব এই বিশাল সাগর।
দেখতে দেখতে আমি শিশু থেকে কিশোর, তারপর হবো তরুণ, তারপর যুবক আর সাগরের শেষ প্রান্তে এসে বুড়ো। কত বিচিত্রই না জীবনের এই বিশাল সাগর, এই সংগ্রাম। কত অদ্ভুত অনুভূতি আর ঘটনার মুখোমুখিই না হতে হয় আমাদের। কি আর বলব.. বলার কিছুই নেই আমার... বিদায় বন্ধু, বিদায়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




