উত্তরী বাতাসে ঝরে পড়া পাতায়
কোন শোকবার্তা থাকেনা
যদিও এতদিনের সবুজের স্মৃতি পুরোপুরি মুছে যায় না
কিন্তু হলুদের ঝরে পড়ার উৎসবে
যোগ দেয় পর্ণমোচীর বন
ত্রিকোনমিতির সূত্র মনে করতে করতে
যে কিশোরীটি হেঁটে যায়
তার ভাবনারাও একটু থামে
পর্ণমোচীর বন তাকে নতুন কিশলয়ের সূত্র শেখায়
বিষন্ন বিকেলের মরা গোধুলী বেলায়
ঝরে পড়া পাতায়
হালকা শীতের বাতাসে
ফাগুনের আগমনী ধ্বনি
তাই কয়েকটি পাতার জন্য
লেখা একটি শোক গাঁথা
বড় বেমানান এই আনন্দলোকে
এ বেদনাটুকু শুধু পাতারা জানে
আর জানে কিশোরী।।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




