অনেকে যারা বলছেন ৯০ কোটি টাকায় জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করার চেয়ে অন্য কাজে টাকা খরচ করা যেত ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা যেত বা দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কে সাহায্য করা যেত। আবার কেউ সরাসরিই বলে দিচ্ছেন এই রেকর্ড এ তিনি গর্বিত না। কারণ টাকা খরচ করে করা হয়েছে। তা বলি আপনি এই পর্যন্ত কোন কোন ভালো কাজে টাকা খরচ করেন্নি? বা টাকা খরচ হয় নি?
তাদের কে বলছি আপনাদের জন্য জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করে হাসিনা সরকার ভুল করেছেন। ম্যাডামের বদৌলতে দুর্নীনিতে পাঁচ পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল যেই দেশ সেই দেশে আসলেই সত্যিকার গর্ববোধ করার মতো কিছু করতে নেই। গিনেজ বুক অব ওয়ার্লড এ যখন সম্মিলিত কণ্ঠে সবচেয়ে বেশী মানুষ নিজ দেশের জাতীয় সংগীত গাইবার রেকর্ডটি আপনার দেশের সেইটা আপনার মনে কোন ধরণের গর্ব সৃষ্টি করতে পারে না তখন আপনার জন্য ঐ দুর্নীতির রেকর্ডটিই যথার্থ রেকর্ড। অনেকে বলছেন খাবার আর স্যালাইন ইত্যাদি ইবনে সিনার পণ্য ছিল। ঠিকাছে আয়োজকদের জিজ্ঞাসা করুন। ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বায়িত্ব ছিলো সশস্ত্র বাহিনির এবং খাবার এরেঞ্জের দ্বায়িত্ব ছিলো সেনাবাহিনীর। সেনাবাহিনীর যেই ব্রিগেড এইটার দ্বায়িত্ব ছিলো সেই ব্রিগেডের ব্রিগেডিয়ার সাহেবকে গিয়া জিজ্ঞাসা করতে পারেন।
কিছু প্রশ্ন
১/ দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য এই টাকা খরচ করা যেত। সরকার মুক্তিযোদ্ধা কল্যানের জন্য যা কিছু করেছে এবং করছে যেটা আর কোন গর্ভমেন্ট করেছে অতীতে? (যদিও এটা করা সরকারেরই কর্তব্য তবুও প্রসঙ্গটি আনছি) মুক্তিযোদ্ধা নাম শুনলেই চুলকানি শুরু হয় যাদের বা যেই দলের তারা করেছে? আপনিই বা লাইফে কি কি করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য?
২/ ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা যেত যারা বলছেন তাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি এই পর্যন্ত কি করেছেন? আপনি মহল্লার গলি ঝাড়ু দিয়েছেন কোনদিন? ঢাকা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার দরদ এত বেশী থেকে থাকলে আপনার দরদের ফিরিস্তি দিন।
পরিশেষে যারা জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড আর ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্য কিছু মিলাচ্ছেন তাদেরকে বলছি প্রতিদিন গোসল করলে শরীর পাক পবিত্র হয় কিন্তু মন পাক পবিত্র করার জন্য কি করতে হয় আমার জানা নেই। খুব ভালো হয় যদি ফরজ গোসল করে নেন। নাপাক অবস্থায় বেশীক্ষণ থাকলে সমস্যা হয় যেটা আপনার কথা বার্তায় ফুটে উঠতেছে।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




