খাবারের জন্য দাড়িয়ে আছে সবাই এক লাইনে। এমন সময় একজন বলে উঠলো সে লাইন ছেড়ে যাচ্ছ প্রধান মন্রিকে গুলি করে মারতে। ঘন্টা খানেক পরে সে আবার ফিরে আসল লাইনে। তো তখন সবাই জিজ্ঞেস করলো সে কি সত্যিই প্রধান মন্রিকে মারতে পেরেছে? সে দুঃখ করে বল্লো ঐখানের লাইন আরো বেশী লম্বা।
ডাকাত: আমাকে তোমার সব টাকা দিয়ে দাও।
হাসিনা: তুমি কি জানো আমি কে? আমার নাম হাসিনা।
ডাকাত: তাহলে তুমি আমার সব টাকা ফেরৎ দাও।
খবর পাঠক: কতিপয় সন্রাসী আমাদের প্রাণপ্রিয় প্রধান মন্রিকে অপহরণ করেছে এবং তারা ১০০ কোটি টাকা মুক্তিপণ দাবী করেছে। অন্যথায় তারা পেট্রোল ঢেলে তাকে পুরিয়ে মারবে। এমতবস্হায় আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা সবাই দয়া করে কিছু দান করুন। আমি নিজে ইতিমধ্যে ২ লিটার পেট্রোল দান করেছি।
পোস্ট মাস্টার জেনারেল: প্রধান মন্রির প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ পোস্ট অফিসে প্রধান মন্রির ছবিসহ নতুন ডাকটিকেট ছাড়া হবে।কিন্তু সাধারন জনগন বুঝতে পারতেছে না তারা কোন দিকে থুতু দিয়ে ডাক টিকেটটি ব্যাবহার করবেন।
বাংলাদেশি আমেরিকান লোকের সাথে সা্ক্ষাৎ।
বাংলাদেশী বলছে আমেরিকান কে: তোমরা চোর ধরলে কি কর?
আমেরিকান: আমরা খুব মানবাধিকার সোচ্চার(!), তাই আমরা তাকে ভালো খাবার দেই,গরম কাপড় দেই এবং সুস্ঠ বিচারের ব্যাবস্হা করি।
বাংলাদেশি: এটা তো কিছুই না। আমরা তাকে প্রধান মন্রিএ দেই।
এক লোক আলাদিনের চেরাগ পেয়ে দৈত্ত হাজির করে।
দৈত্ত: আমার প্র্রভূ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি?
মানুষ: আমি সু্ইস ব্যাঙ্কের সব টাকা চাই।
দৈত্ত: আমার নাম আলাদিনের দৈত্ত, হাসিনা না।
শিরোনাম সৃষ্টির কৃতজ্ঞতা: হাসান মাহবুব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




