একাকীত্ব আমাকে ভীষণ রকমের ক্লান্ত করে ফেলছে ইদানিং। মনে মনে কেবলই সঙ্গ খুঁজে ফিরি। কিন্তু সাড়া দেয় না কেউই। এ্যাপার্টম্যান্টের প্রতিবেশী মেয়েটাকে প্রায়ই ডাকি একসাথে খাওয়ার জন্য, এড়িয়ে যায়। বাকি দুই প্রতিবেশী ছুটিতে। ঘরে আসলেই আমার রুমে আমি পুরো একা, কথা বলার মানুষ নেই একজনও। অসহ্য লাগে।
এদিকে ল্যাবেও একা হয়ে যাচ্ছি আবার। গত কয়েক মাসে ভাল কিছু বন্ধু পেয়েছি। তাদের একজন চলে গেল আজ মাস্টার্স শেষ করে। ওর জায়গায় নতুন কে আসবে, জানি না। হয়তো আসবে কেউ, তবে তার সাথে এরকম বন্ধুত্ব হবে কিনা, জানি না। হয়তো হবে। না হলে ঘরের মতো ল্যাবেও নিশ্চুপ শীতল প্রহর পার করে যাতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২০