বৃষ্টিতেই কেবল ঝরবে আমার অশ্রু
রৌদ্রোজ্জ্বল দিনে রক্ত হয়ে ক্ষরবে তারা পাথরচাপা বুকের ভেতরে।
তুমি অন্যের জানি বলেই তোমাকে কখনো বলবো না।
বল্লেই বা কি?
ভিখারী এই ভিনদেশীকে তুমি কখনোই কি ভালবাসতে?
অনিশ্চিত কষ্টগুলোকে তাই লুকিয়ে রাখবো বুকের খুব ভেতরে
চিনচিনে ব্যাথাটাকে দমিয়ে রাখব না হয় কোন পেইনকিলারে।
কখ্খনো বলব না তোমাকে আমার কষ্টের কারণ
আমাকে অপমান করে আরও কষ্টের জন্ম আমি দিতে দেবোনা।
তাইতো বৃষ্টিকেই কামনা করি আমি
ও এলেই কষ্টগুলোকে ঝরিয়ে দেব
কেউ জানবে না, তুমিও না।
বরফ
১২,০৯,২০০৭
আহা-র "ক্রায়িং ইন দ্যা রেইন" দ্বারা অনুপ্রাণিত এবং নিজের কষ্টের কারণে লিখিত।
শিরোনামখানা শিবাজী চট্টোপাধ্যায়ের একটি গান হতে নেয়া।