(একটা চেইন মেইল পড়ে খুব ভাল লাগল। তাই অনুবাদ করে ব্লগে ছেড়ে দিলাম)
একটা ছোট্ট মেয়ে আর তার বাবা এক বিকেলে গ্রামের পথ ধরে হাটছিল। হাঁটতে হাঁটতে তারা একসময় একটা সাঁকোর সামনে চলে এল। নড়বড়ে বাঁশের সাকো। এটা পার হতে হবে। মেয়েটির বাবা বুঝি একটু ভয়ই পেলেন। বললেন, "মা, আমার হাতটা ধরতো, সাবধানে পার হতে হবে"।
কিন্তু মেয়েটি বললো, "বাবা, তুমি আমার হাত ধরো"।
বাবা বললেন, "একইতো কথারে মা"।
মেয়েটি বললো, "এক কথা নয় বাবা। আমি তোমার হাতটা ধরতে পারি, কিন্তু কোন দুর্ঘটনা ঘটলে আমি হয়তো তোমার হাতটা ছেড়ে দেব। কিন্তু তুমি যদি আমার হাতটা ধরো, আমি জানি, শত বিপদেও তুমি কখনোই আমার হাতটাকে ছাড়বে না"।
যে কোন সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বাস আর দায়িত্ববোধ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই যাকে ভালবাসেন, তার হাতটি ধরুন শক্ত করে। সে আপনার হাতটি ধরবে, এ আশায় বসে থাকবেন না যেন।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৮