যা এখন আর অনেকেই শুনে না। তাদের হৃদয় স্পর্শ করেছে আধুনিকতা, কিন্তু প্রাচীনে রয়ে গেছে বাংলার ঐতিহ্য তেমনিই একটি গান নিচে দেওয়া হলো ঃ
বাউলিয়ানা গান
ঘরে জালা বাইরে জালা , সইবো কত জালাতন,
বিধি আমায় দিলে না মরণ।
গর্ভে থাকতে পিতা মরলো, শিশুকালে মা ,
ভাইয়ের আদর কেমন লাগে চোখকে দেখলাম না,
আমার মতো কপাল পোড়া নাই ভবে দ্বিতীয় জন
বিধি আমায় দিলে না মরণ ।
পথে পথে ঘুরে বেড়াই পাই না কোনো দাম,
মানুষ রুপে জন্ম নিয়ে পশুর পরিমাণ।
যত দুঃখ পুষি আমি কি দিবো তার বিবরণ,
বিধি আমায় দিলে না মরণ।
কেন বিধি আমায় দিলে না মরণ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




