তুমি অবাক চোখে তাকিয়ে থেকো আমি ছন্নছাড়া হলে,
অসীম পানে নাও ভাসালে, চড়ে বসো তাতে, পা ছড়িয়ো অবাধ গাঙের জলে!
ছুঁয়ে যেও শাপলা ফুলের দল, হাসির সুরে কাপিয়ে দিয়ো কূল
আমি যখন পারি দেবো মাঝ দরিয়া, কানে পরো পদ্মপাতার দুল।
তুমি কিচিরমিচির ঝগড়া কোরো পাখির সাথে, আড়ি দিও হেসে
আমি উদাস চোখে মেঘের ফাঁকে দেখবো তোমায়, উত্তাল জলে ভেসে
তোমার চুড়ি পরা হাতে ঝংকার তুলে মুছে দিয়ো আমার পুড়ে যাওয়া তনু
আমার ঝাপসা চোখে রোদের ছটায় তোমার আঁচলেই দেখবো সাতরঙা রামধনু
হঠাত করে বইবে যখন বাতাস, খোঁপা খুলে এসে বোসো পাটাতনে
আলুলায়িত কেশ ভেদ করে নির্লিপ্ত দৃষ্টিতে গোপন বার্তা দিও আমার নয়নে!
সন্ধ্যে নামার আগে তুমি ব্যাকুল হয়ো ফিরে যেতে শূন্য আদি অন্তে
তোমায় আমি নামিয়ে দেবো, পাড়ি দেবো একাই দূর-দিগন্তে!
তুমি খানিক তবু দাঁড়িয়ে থেকো পাড়ে, আবছা আলোয় ফেলো চোখের জল
আমি ধীরে ধীরে মিলিয়ে যাবো দূরের রেখায়, লুকিয়ে রেখে প্রেমের দরিয়া অতল।
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




