অবশেষে একটানা পাঁচদিনের বিষাদসঙ্গীত শেষে
তোমার মার্জিত সহিংসতা দৃশ্যত: একটি
মূল্যহীন প্যাকেটে পুরে
সূর্যোদয়ের রং দেখব বলে আমি সমুদ্রে গেলাম ।
খালি পায়ে
বালুর কোমল স্তর অথবা
নিম্নবর্তী শক্ত নিরেট প্রস্তর
বাতাসের প্রচন্ড বেগ
শীতল সাগরের ঢেউ
শীতল শব্দগুলো
শীতল, একের পর এক ভেঙ্গে যাওয়া, গুঁড়িয়ে যাওয়া
জলের সাদা সফেন
সৌষ্ঠব হিংস্র
চড়া সুরে প্রমত্ত এবং তারপর ধীরলয়ে ফিরে আসা
তীরে শান্তিপূর্ণ মার্জন আর সহাবস্থান
তারপর আবার সেই উন্মত্ততার চক্র ।
সমুদ্র আমার ভেতর
সমুদ্র আমার সাথে
আমি সমুদ্রের সাথে
আমি সমুদ্রের ভেতর ।
এক ঝিনুকের ভেতর এইমাত্র আমার লেখা কবিতা পাওয়া গেল ।
যাও হৃদয়, উৎসবে মেতে উঠো,
বিভ্রম আর অন্ধকার, অশ্রুজল
জলতরঙ্গ ভালবাসায় আর অজস্র প্রার্থনায়
এক কাব্যের জন্মদিন আজ ।
এই জনপ্রদর্শনের লালহলুদ বসন্তপর্বে, সুচিত্র
শিল্পের মূল্য নির্ধারণজনিত একঘেয়ে কাজসমগ্র শেষে, দিনশেষে
স্বয়ং নিজেকে পড়তে বসি, যে নিরপরাধ লাইনটানা প্রতিটি পৃষ্ঠায়
আমি এক দৈনন্দিন উদাসী পদ্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


