গতকাল একটা বিপদ গেলো আমার ছেলের উপর দিয়ে। কিন্তু সবশেষে না হেসে থাকতে পারলাম না ৩ বছর ৪ মাস বয়সী ছেলের একটা কথা শুনে।
হটাৎ করে তার ঢোলা পাজামা সাইকেলের প্যাডল এর সাথে কয়েক প্যাঁচে আটকে গিয়ে সে সাইকেল থেকে পড়ে যায়। আর পাজামা আর প্যাডল এর প্যাঁচে পা এমন শক্তভাবে আটকে যায় যে তা নাড়ানো যাচ্ছিলো না। অথচ পা বেকায়দা ভাবে প্রায় মচকে যাওয়া অবস্থায় আটকে ছিলো।
বাসায় পুরুষ বলতে শুধু ছেলের ছোট ফুপা অর্থাৎ আমার ছোট বোনের হাজব্যান্ড। উনার কথা আছে বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ৯ আর বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ১০ পোস্টে।
ছেলের ফুপা প্রথমে চেস্টা করলেন প্যাডল থেকে পাজামার আটকানো অংশ ছাড়াতে। পারলেন না কঠিন প্যাঁচ থাকায়। এরপরে পাজামা খুলে ফেলা যায় কিনা সে চেষ্টাও হলো। তাও ফেইল কারন প্যাঁচ পড়ে পাজামা শক্ত হয়ে বসে গেছে ডান পায়ের সাথে। কেচি দিয়ে পাজামা কাটার চেষ্টা হলো। কিছুটা কাটার পর দেখা গেলো কেচি ঢুকানোর মতো আর যথেষ্ট জায়গা নেই পা বো পাজামার কাপড়েরম মধ্যে। এর পরে ব্লেড দিয়ে চেষ্টা করা হলো। আস্তে আস্তে পাজামার কাপড় কেটে এক পা'কে মুক্ত করে আনা হলো।
আমি খবর পেয়ে অফিস থেকে আসতে আসতে ছেলে কান্নাকাটি থামিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে আর ছেলের মা বরফ দিয়ে তার ডান পায়ের উপর পাতায় ডলে দিচ্ছে ব্যাথা কমানোর জন্যে।
স্রষ্টাকে ধন্যবাদ দিলাম বিপদটা অল্পের উপর দিয়ে যাওয়ার জন্যে। আরও মারাত্মক কিছু হতে পারতো এ ঘটনায়। তারপর ছেলেকে বললাম-"আব্বু, তোমার ফুপাকে থ্যাংক ইউ দিয়েছো?" ছেলের উত্তর শুনে টাস্কি খেয়ে গেলাম। সে বলে, "ফুপা ভালো না। আমার পাজামা কেটে ফেলেছে!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




