শোনা গেল একদিন আকাশের ওপার থেকে যারা শেখ মুজিবকে ধার নিয়েছিলো
হাল্কা একটু পরিবর্তন করে তাকে আবার ফিরিয়ে দিয়েছে
অনেকগুলো কপি করে
অনেকগুলো
শোষিত অঞ্চলে।
এইকথা শুনে লোকেরা যারা পিতা পিতা করতে অজ্ঞান হচ্ছিলো হন্য হয়ে যায়
আমি অবাক হয়ে দেখি
কোথায় সেই ফিরিয়ে দেওয়া শেখ মুজিব
তাকে না খুঁজে তারা গবেষণা করতে থাকে পরিবর্তনগুলো কী...
গোপন তথ্যসূত্রে জানা গেল
শেখ মুজিব এখানো শিশু
কিন্তু সে এখন থেকেই আশেপাশের লোকজনকে নিখুঁত ভাবে চিনতে শিখেছে।
বেচারা যা জানে না, তাহলো
আজকে সে যাদের ফেনা তোলা পিতা
তাদেরই মধ্যে গোপন রয়েছে তার
বড় বেলার শত্রুসমূহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




