সারা ভারত জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোড়ন,ঠিক তখনি আইপিএল নামক ঝড় শুরু হল।আধুনা ক্রিকেটের নতুন এই সংস্করনে পুরো বিশ্ব মাতছে।যাই হোক আসল কথায় আসি,কোটি টাকার দল গরেও শাহ্রুখের দল কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।আমরা সবাই কোচ বুকাননকে দুষছি।তিনি কেন আমাদের মাশরাফিকে খেলাচ্ছেন না? আজ মাশরাফি,ডেকান চারজারের বিপক্ষে খেলেছে।কেও খুশী,কেওবা নারাজ,কেন সে কেকেআর কে ডুবালো? আমি কিন্তু প্রথম দলেই।এত গুলো ম্যাচ তাকে বসিয়ে রাখায় ঠিকমত ম্যাচ প্রাক্টিস করতে পেরেছে কি?শেষ ওভার করার সময় তার মানসিক অবস্থা কি ছিল?যারা আজকের খেলা দেখেছেন তারা বুঝবেন,মাশরাফির ৩য় ওভারটা কত ভাল ছিল।তাকে অনেক প্রেশার নিয়ে বল করতে হয়েছে।আর দলের অধিনায়কের কথা নাহয় নাইবা বললাম!!
যাই হোক মাশরাফি অবশেষে খেলেছে এটাই বড় কথা।আশা করব সামনের ম্যাচেও যেন তাকে দেখতে পাই।সবাইকে অনুরোধ,এই ক্ষেত্রে মাশ্কে ভুল বুঝবেননা।ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




