পত্রিকা মারফত জানতে পারলাম,আমাদের জান-মালের রক্ষক "বাংলাদেশ পুলিশ"এর বেতন বারছে।খুব সম্ভবত বর্তমান বেতনের তিন গুন।
আমার লেখা দেখে মনে হবে,আমি বুঝি চরম পুলিশ বৈরী লোক বা,পুলিশ কতৃক লাঞ্ছিত ব্যক্তি !!!!!!!!!! না ভাই,সেই রকম কোন সমস্যা নাই।ভাতা বাড়ানোতেও প্রব্লেম নাই,কিন্তু পুলিশের সেবার মানও যেন একই হারে বৃদ্ধি পায়,ছিনতাই,চুরি-ডাকাতি,খুন-রাহাজানি যেন শূন্যের কোঠায় নেমে আসে।দেশ যেন আর দুর্নিতিতে প্রথম হয়ে কলঙ্কিত না হয়।জনগন যেন স্বাধীনভাবে পূর্ন নিরাপত্তার সাথে রাস্তায় চলতে পারে তা যেন নিশ্চিত হয়,তাহলেই সব উদ্দোগই সার্থক হবে বলে আমার বিশ্বাস.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




