এমনও ছিলো যখন তারা দেখা রাতগুলো
আমাদের মাঝে বিভোর হয়ে যেতো
স্নিগ্ধ পরশ দিয়ে রাতের চাঁদ তোমার
মিনতি ভরা চোখের কোলে
লুকিয়ে যেত।
ততক্ষণে তোমার দৃষ্টি দূর আকাশে
নক্ষত্রের ফাঁক গলে চলে গেছে
মাথাটি এলানো আমার বুকে।
প্রজাপতির দুরন্তপনা দেখে বলতে--
এ হচ্ছে পুরুষের স্বভাব
আলিঙ্গন মুক্ত হতে হতে জানতে চাইতে
কতটুকু ভালবাসি।আরও কত কি!
শুটকির ভর্তা চেংড়ির চচ্চড়ী আমার পছন্দ
যত্ন করে জেনে নিতে
অকাট মুর্খ কিচ্ছু বুঝি না
বরাবর এই অভিযোগ দিতে।
সহস্র দিবস রাত্রির সঙ্গম সহবাস
তোমার আমার প্রেম
প্রমিথিউসের মতো
অনড় অঙ্গীকারে ছিল স্থির।
জীবন ব্যাকরণ পড়ে পড়ে
ভারাক্রান্ত দুটি চোখ
" হে পথিক মিনতি রাখো
একবার ফিরে চাও।"---
হারানো দিনের গান গুলি
সত্যিই চমতকার; মনে জাগে
কোন একদিন তুমি আমার ছিলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




