কাটায় কাটায় বারোটা বাজলে হবে না। বাড়তি একটি ‘বিপ’ শোনার অপেক্ষা করতেই হবে। এরপরই গলা ফাটানো হ্যাপি নিউ ইয়ার। কেননা, এ বছরেই ঘড়িতে জুড়ে দেয়া হচ্ছে একটি বাড়তি সেকেন্ড। দুর্যোগ, মন্দা ও উষ্ণতার বছরটা একটু দীর্ঘই হয়ে গেল!
১৯৭২-এর পর থেকে এ পর্যš- ২৩ বার এমন এক সেকেন্ড বেশি গুনতে হয়েছে। এই এক সেকেন্ড’কে বলা হচ্ছে ‘লিপ সেকেন্ড’। মাপজোকের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকাতেই জানা গেল, পৃথিবী পুরোটা ঘুরতে ৩৬৫ দিনের চেয়ে খুব অল্প পরিমাণ সময় বেশি নিচ্ছে।
১ সেকেন্ড প্লিজ!
প্রতিবছর ঐ বাড়তি সমন্বয় করাটা সম্ভব নয় বলেই অনেক বছর পরপর একটি অতিরিক্ত সেকেন্ড জুড়ে দেয়া হয়।
লন্ডনের বিগ বেনকেও দম নেয়ার জন্য এক সেকেন্ড সময় দেবেন সেখানকার কারিগররা। ঘড়ি থেকে ওজন কমিয়ে এক সেকেন্ড কমিয়ে দেয়া হবে। তার জন্যেও এবারের থার্টিফাস্ট একটি বিশেষ ক্ষণ। দেড়শ বছর পার করতে যাচ্ছে বুড়ো ঘড়িটা।
লিপ সেকেন্ড নিয়ে বিগ বেনের শহরেই তোড়জোড় বেশি। ইউরোপ আমেরিকা এই সমন্বয়ে খুব একটা সাড়া দিচ্ছে না। কারণ এই এক সেকেন্ড বাড়াতে ব্যয় হবে কয়েকদিন। কম্পিউটারও ভ্রƒকুটি দিতে পারে। সঙ্গে খরচ তো আছেই। এক সেকেন্ড এগিয়ে যাওয়াটা আর এমন কী। বিবিসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






