"নানান মানুষ,না্নান পথ,দেশ বাঁচাতে ঐক্যমত"
এই স্লোগান তাদের কাউন্সিল উপলক্ষে প্রকাশিত ওয়েব সাইটেও শোভা পাচ্ছে।
হয়ত অনেকেই বলবেন সমস্যা কোথায়?
ভাই,আমরা ব্লগে লিখি।এখানে শুদ্ধ বাংলা,অশুদ্ধ বাংলা উভয় ভাবেই পোস্ট ও মন্তব্য করি।আমার পোস্ট গুলিও তার ব্যাতিক্রম নয়।কিন্তু একটি রাজনৈতিক দলের এত বড় একটা অনুষ্ঠানে যেখানে গন্যমান্য মানুষ আমন্ত্রিত সেখানে ,মুল স্লোগানের মাঝে এত বড় ভুল হাস্যকর।
বাংলা ভাষাতে ঐক্যমত বলে কোন শব্দ নেই।এটি ভুল করে আমরা ব্যবহার করি হয়ত।শব্দটি হবে ঐকমত্য।
বিএনপি যদি পবনের বাপের মত মাতালের হাত থেকে রক্ষা না পায় তবে এই দলটি যেমন আর সোজা হতে পারবে না,তেমনি দেশের গনতন্ত্রের জন্যও বিএনপির বেহাল দশা হুমকি।দেশের গনতন্ত্রের জন্য বিএনপি এর উঠে দাঁডানো উচিত।কিন্তু বর্তমান ভাঙ্গা নেতৃত্ব দিয়ে সেটি হয়ত সম্ভব না।
আবারো বলি ব্লগের লেখায় ভুল,আর এই ভুলকে এক বিচারে দেখবেন না।কাউন্সিলের সফলতা কামনা করি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






