ভাইরে, গত কয়েকদিন ধরে আমার আদরের পিচ্চি বোন টা বেশ জ্বালাতন শুরু করেছে!! ওর যন্ত্রণায় ফেসবুকে অফলাইনে থাকতে হয়!!
আমার বোনের একটা বাজে অভ্যাস হচ্ছে যে, ফেসবুকের পার্সোনাল ফটো এলবাম গুলো বিভিন্ন অকেশনে আপডেট করতে না পারলে পেটের ভাত হজম হয়না!!
আবারো বলছি, আপনারা এমন একজনকে ক্যামেরা কেনার ব্যাপারে পরামর্শ দিতে যাচ্ছেন, যার এ ব্যাপারে জ্ঞান খুব সীমিত!! তাই দয়া করে জটিল টার্মগুলো সহজবোধ্য ভাষায় বুঝিয়ে বলবেন আশা করছি!!
পিচ্চি বোনটা এতদিন সনি ১০ মেগা পিক্সেল কমপ্যাক্ট ব্যবহার করত!! আর তাই কেমন জানি পিচ্চি বোনটা SONY এর ভক্ত!! কিন্তু আমি রেকমেন্ড করেছি CANON......!!
পিচ্চি বোনটা ক্যামেরা কিনবে সিডনী থেকে!! তাই ক্যামেরার যে মডেল আপাতত বাংলাদেশে নেই কিন্তু কিনতে পারলে ভালো হয়, সেসব মডেলের নাম সাজেস্ট করলেও সমস্যা নাই!!! যাইহোক এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত বিস্তারিত মতামত শীঘ্রই আশা করছি!! ধন্যবাদ আপনাদের.....................!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




