এক কথায় বলতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ হচ্ছে এই সামহয়্যারইন ব্লগ।এই ব্লগ দেশ-বিদেশে প্রবাসীদের ও খুবই জনপ্রিয়।আমি নিজে ও একজন প্রবাসী। সত্য কথা বলতে কি আমি এই ব্লগ থেকে অনেক জ্ঞান অর্জন করেছি।অনেক কিছু শিখেছি।তাই আমি কৃতজ্ঞতা জানাই এই সামহয়্যার কে।
কিন্তু আজকাল এই প্রিয় ব্লগ টি যেন নিথর হয়ে আছে। এখন সেই আগের মত হই চই তর্ক - বিতর্ক হয় না এই ব্লগে।আগে আমাদের চলচিত্রের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল।এখন তা ভালো হওয়ার পথে।কিন্তু সেই চলচিত্রের নোংরা বাতাস এসে আমাদের এই জনপ্রিয় ব্লগের গায়ে লেগেছে।
উদাহারন স্বরুপ বলতে চাই: ১৮+
আগের সেই ভালো ভালো ব্লগার,লেখক কে দেখা যায় না। সার্চ দিলে ও খুঁজে পাওয়া যায় না। সার্চ দিলে বলা হয় এই ব্লগ টি স্থগিত বা বাতিল করা হয়েছে।
তাই আমি মাননীয় মডারেটর দের কাছে আবেদন জানাই আপনারা যাদের যাদের ব্যান করে রেখেছেন এই বন্ধু দিবস উপলক্ষে তাদের কে আনব্যান করুন।সামহয়্যার ব্লগ কে তার পুর্বের রুপে ফিরতে দিন।
আমরা চাই আমাদের এই ফেভারিট ব্লগ টি আমাদের হৃদয়ে থাকুক অনন্ত কাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




